অক্টোবর ১৭, ২০২১, ১১:১০ এএম
কুমিল্লার এক মন্দিরের পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনার জেরে শুক্রবার (১৫ অক্টোবর) রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা দুটি মামলায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার রাত ১২ টার পর মিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানায় ওই মামলা দুটি করা হয়। দুই মামলায় নাম থাকা ২১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালউদ্দিন মিয়া বিষয়টি দ্য রিপোর্ট ডটলাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পল্টন থানার ওসি জানান, ‘পল্টন থানার দায়ের করা মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খানসহ ১১ জনের উল্লেখ নাম উল্লেখপূর্বক ও আড়াই হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’ এ মামলায় এরই মধ্যে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সরকারি বাধা ও পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এক হাজার ৫০০ জনকে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার নাম উল্লেখ করা সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, কুমিল্লার একটি মন্দিরের পূজা মণ্ডপে পবিত্র কোরআনের একটি কপি পাওযার ঘটনায় শুক্রবার (১৫ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কয়েক’শ মুসল্লি মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। একসময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়লে পুলিম তাদের ছত্রভঙ্গ গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের ৫ সদস্যসহ ৯ জন আহত হন। পুলিশ সংঘর্ষের সময় ১৭ জনকে আটক করে।