কুমিল্লার সহিংসতা: ৮ মামলায় হাজারো আসামি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২১, ০৮:৩৮ পিএম

কুমিল্লার সহিংসতা: ৮ মামলায় হাজারো আসামি

সম্প্রতি কুমিল্লায় ঘটা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জামায়াত সমর্থিত তিন কাউন্সিলরসহ এক হাজার জনের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে।

এর মধ্যে ৫টি মামলা কোতয়ালী থানায়, ২টি সদর দক্ষিণ এবং ১টি দাউদকান্দি মডেল থানায়। পৃথক মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের জামাত সমর্থিত ৩ কাউন্সিলরকে আসামী করা হয়েছে।

এছাড়াও ৮টি মামলায় এজাহার নামীয় এবং অজ্ঞাত সহস্রাধিক আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ৪৩ জন গ্রেপ্তার হয়েছে।

দাউদকান্দির মামলার বাদী গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি, কোতয়ালী থানার একটি বাদী র‌্যাব এবং বাকি মামলার বাদী পুলিশ। ৮ মামলার মধ্যে ১টি মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লায় প্রতিটি জায়গায় হামলার ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

Link copied!