কোন আইনে হাজী সেলিম বিদেশে গেলেন, প্রশ্ন রিজভীর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ০৩:৩৪ পিএম

কোন আইনে হাজী সেলিম বিদেশে গেলেন, প্রশ্ন রিজভীর

দুর্নীতির মামলায় উচ্চআদালতের রায়ে ১০ বছরের সাজার পরেও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম কীভাবে বিদেশে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দণ্ডিত আসামির বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও হাজী সেলিম গেলেন কীভাবে?”

দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেওয়া ‘দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই’—বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, ‘হাজী সেলিমের সেই সুযোগ কীভাবে হলো?’

বিএনপির নেতা আরও বলেন, “আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে খালেদা জিয়ার জন্য এক আইন, আর হাজী সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে?”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ার সমালোচনা করে রিজভী বলেন, “দণ্ডিত আসামির বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও হাজী সেলিম গেলেন কীভাবে? উচ্চ আদালতের রায়ের পর হাজী সেলিমের কারাগারে থাকার কথা, বাতিল হওয়ার কথা এমপি পদও। যারা তাঁকে দেশত্যাগে সাহায্য করেছেন, তাঁরা উচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন।”

সাজাপ্রাপ্ত হাজী সেলিমের বিদেশযাত্রার ঘটনায় ক্ষমতাসীনদের কাছে আদালত অসহায় বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “দুর্নীতির মামলায় হাজী সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। নির্বিঘ্নে তাঁর বিদেশ পাড়ি দেওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালতও অসহায়।”

রিজভী বলেন, “র‌্যাব-পুলিশ যেভাবে বিরোধী দল-মতের মানুষের পেছনে লেগে আছে, দৃশ্যত আদালতের ভূমিকাও প্রায় একই ধরনের। নিশিরাতের মাফিয়া সরকার দেশের আইন, আদালত, বিচার ও প্রশাসন সবকিছু দলীয়করণের ঘন কালো আলখেল্লায় ঢেকে দিয়েছে।”

Link copied!