পাইলটের দক্ষতায় বাঁচলো বিমানের ৪২ যাত্রীর প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ১০:৪৭ পিএম

পাইলটের দক্ষতায় বাঁচলো বিমানের ৪২ যাত্রীর প্রাণ

বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় ঢাকা থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করায় রক্ষা পেয়েছে ফ্লাইটের ৪২ যাত্রী।

বুধবার(১ ‍ডিসেম্বর) ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে  নির্ধারিত সময়ের ৫০ মিনিট  দেরিতে রাত সাড়ে ৯টার দিকে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের ক্যাপ্টেন রুবায়েত। এতে ৪২ জন যাত্রী ছিলেন।

Link copied!