খালেদার মুক্তির আন্দোলন সারা জাতির মুক্তির আন্দোলন: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:৫৪ পিএম

খালেদার মুক্তির আন্দোলন সারা জাতির মুক্তির আন্দোলন: ফখরুল

বিএনপির চলমান আন্দোলন শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, এই আন্দোলন সারা দেশের, সারা জাতির মুক্তির আন্দোলন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমৈগীর। খালেদা জিয়া বাইরে থাকলে তাদের তখতে তাউছ ভেঙে খান খান হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৩ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সরকার গণতন্ত্রের বিরুদ্ধেঅবস্থান নিয়েছে, তারা দেশনেত্রী খালেদা জিয়াকে বাইরে যেতে দিতে চায় না। একটা আদেশ দিয়েছে, যে আদেশে শর্তসাপেক্ষে তাকে বাড়িতে থেকে চিকিৎসা করতে বলা হয়েছে।

সরকার ভয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক প্রতিহিংসা। তাদের ভয় খালেদা জিয়া বাইরে থাকলে তাদের তখতে তাউছ ভেঙে খান খান হয়ে যাবে। সে কারণেই তারা তাকে বাইরে চিকিৎসার জন্য দিতে চায় না।’

জনগণ এখন রাস্তায় বেরিয়ে আসছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণ আরও বেশি বেরিয়ে আসবে। এর মাধ্যমে নিঃসন্দেহে আমরা একটি আন্দোলন করতে পারব। যে আন্দোলনের মাধ্যমে আমরা এ সরকারকে বাধ্য করতে পারব বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের মনে রাখতে হবে আজকের আন্দোলন শুধুমাত্র খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে সারা দেশের, সারা জাতির মুক্তির আন্দোলন।”

আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছেেউল্লেখ করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “ আমাদের অর্জনগুলো ধ্বংস করা হয়েছে। সে কারণে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলের ঐক্যের মধ্যে দিয়ে একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে, যার মাধ্যমে এই ভয়াবহ ফ্যাসিস্ট ও দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারব।”

আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আবদুস সালাম।

Link copied!