নভেম্বর ২৩, ২০২১, ০৮:৫৯ পিএম
বিদেশে পাঠিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে একদল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ২০১৪ সালের মতই আওয়ামী লীগ আবারও বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও তিনি প্রত্য ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর দক্ষিণ শাথা আওয়ামী মৎস্যজীবী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, “খালেদা জিয়া এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার চিকিৎসা নিয়ে একদল ষড়যন্ত্র করছে। তাদের মূল উদ্দেশ্য খালেদা জিয়ার চিকিৎসা নয়, বরঞ্চ দেশে অস্থিতিশীল পরিস্থিতীর সৃষ্টি করা।“
আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন উল্রেখ করে ব্যারিস্টার বিপ্লব বলে, “বঙ্গবন্ধু কন্যা এমন রাষ্ট্রের সৃষ্টি করেছেন যেখানে জনগণ রাষ্ট্রের মালিক। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা মনে করেন দেশের সকল শ্রেণীপেশার মানুষের সমান গুরুত্ব রয়েছে। কোন পেশার মানুষকে বাদ দিয়ে এ উন্নয়ন সম্ভব নয় “
মৎস্য উৎপাদন ও রপ্তানির বিষয়ে আওয়ামী লীগের এই দপ্তর সম্পাদক বলেন,“শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিশাল জলসীমার অধিকার করতে সক্ষম হলেও, দেশের অভ্যন্তরে আমরা বিভিন্ন কারণে প্রচুর জলাভূমি হারিয়েছি। তবে দেশে প্রচুর মানুষ এখন কৃষিকাজে মনোযোগ করেছেন। মৎস্য উৎপাদন ও রপ্তানীর দিক দিয়ে আমরা সারাবিশ্বে অন্যতম।”
এ সময় তিনি দাবি করেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে আমাদের পরিচিত শত্রু বিএনপি-জামাত দেশের অগ্রগতি রোখার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সর্বশেষ যখন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে যান, বিশ্বনেতাদের অনেকেই তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করেছেন।”
খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন উল্লেখ করে বিপ্লব বড়ুয়া বলেন, “২০০৪ সালে বিএনপি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করে। খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকো যখন মারা গিয়েছিলেন তখন শেখ হাসিনা গিয়েছিলেন তাকে স্বান্তনা জানাতে। সেদিন শেখ হাসিনাকে চূড়ান্ত অপমান করার পরেও প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করে নিজ বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করেছেন।”
ব্যারিস্টার বিপ্লব বলেন, “আমাদের মনে রাখতে হবে, খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সাথে সর্বোচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামী। আইনমন্ত্রী ইতোমধ্যেই বলেছেন, সরকার এ বিষয়ে সংবিধান ও আইনের মধ্যে থেকে সকল কার্যক্রম চালাবে।”
বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে আওয়ামী লীগের এই দপ্তর সম্পাদক আরও বলেন, “ বিএনপি হুমকি দিচ্ছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করলে তারা আন্দোলনের রাস্তায় যাবেন। ২০১৪ সালের নির্বাচনের পূর্বে বিএনপি অগ্নিসন্ত্রাস শুরু করে। আইনশৃঙখলা বাহিনীর ২৫ জন সহ প্রায় ১৫০ মানুষকে তারা সেসময় হত্যা করেছিলো। আমরা বলতে চাই, সেসময় বিএনপির এই সন্ত্রাসকে আওয়ামী লীগ যেভাবে প্রতিহত করেছিলো, এখনও সেভাবেই করবে।”