খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২১, ০৬:৩২ পিএম

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া 'অত্যন্ত অসুস্থ' বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সরকারের প্রতি অভিযোগ তুলে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ এলাকায় বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার এ কথা জানান ফখরুল। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার দাবিও জানান তিনি।

তিনি বলেন, 'করোনা হওয়ার পরে তাকে (খালেদা জিয়া) হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু দীর্ঘ ৪ বছর তার চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম হল তার হার্টে সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার লিভারে সমস্যা তৈরি হয়েছে এবং তার একটা পুরনো অসুখ, যেটা তাকে অত্যন্ত কষ্ট দেয়- আর্থ্রাইটিসও রয়েছে। এই সবগুলো মিলিয়ে উনি অত্যন্ত অসুস্থ আছেন।'

ডাক্তারদের সূত্র ধরে মির্জা ফখরুল বলেন, 'তিনি অত্যন্ত ভালনারেবল আছেন।' এ সময় খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল।

গত ২৭ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর মধ্যে তিনি ভাইরাস থেকে মুক্ত হলেও অন্যান্য জটিলতার কারণে এখনও তাকে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আহ্বান জানান খালেদা জিয়ার পরিবার। কিন্তু দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে বিশেষ শর্তে মুক্তি দিলেও দেশের বাহিরে নেয়ার অনুমতি দেয়ার সুযোগ নেই বলে জানানো হয়। এ বিষয়টিকে 'সরকারের রাজনৈতিক প্রতিহিংসা' হিসেবে আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, 'সরকারকে আহ্বান জানাব, রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এই মহান নেত্রীকে, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশকে উন্নত করার জন্য তার বহু অবদান রয়েছে, সেই নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, তাকে মুক্তি দেওয়া হোক।'

Link copied!