গণতন্ত্র ও জবাবদিহি না থাকায় পঞ্চগড়ের মতো ঘটনা ঘটছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০৪:৪৩ পিএম

গণতন্ত্র ও জবাবদিহি না থাকায় পঞ্চগড়ের মতো ঘটনা ঘটছে: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র ও জবাবদিহি না থাকায় পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা, ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও লুটপাটের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি'র উপর দোষ চাপিয়ে দিচ্ছে বলেও দাবি করেন।

রবিবার (১২ মার্চ) রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ব্যক্তিবর্গের উপর হামলা, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট, নিরীহ দুই ব্যক্তির নিহত হওয়া, শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনা ন্যাক্কারজনক, দুঃখজনক ও অমানবিক।” এসময় তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাইনা।”

বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্র ও জবাবদিহি না থাকায় দেশে পঞ্চগড়ের মতো ঘটনা ঘটছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি সেখানে গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন। সেখানে সরেজমিনে রিপোর্ট তৈরি করেছেন। এ ধরনের হামলা যে কোনো সম্প্রদায়ের মানুষের ওপর হোক না কেন, এটা অত্যন্ত দুঃখজনক।”এটা স্পষ্ট যে এটা কোন আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিত ঘটনা বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ও বিএনপি'র উপর দোষ চাপিয়ে আওয়ামী লীগ তাদের পূর্বের খেলা নতুন করে শুরু করে বিএনপিকে আতঙ্কের মধ্যে রাখার নীল নকশার অংশ হিসেবে এই ন্যাক্কারজনক হামলা করেছে।”

সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন থেকে জনগণ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এই ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি।

Link copied!