খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২১, ০৯:৪৬ পিএম

খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে আবারও তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। পরিবার। পরিবারের পক্ষ থেকে ছোট ভাই শামীম এস্কান্দার বৃহস্পতিবার (১১ নভেম্বর) এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন। দুদিন আগে তা আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে ছোট ভাই শামীম এস্কান্দার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে অনুমতি চেয়ে পঞ্চমবারের মতো আবেদন করেছেন।

এদিকে, সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি চেয়ারপারসনের বোন বেগম সেলিমা ইসলামও খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করার বিষয়টি জানিয়েছেন।

সেলিমা বলেন, এখানে আধুনিক চিকিৎসার সাপোর্ট বা সুবিধার ঘাটতি আছে বলে চিকিৎসকরা তাদের বলেছেন। তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা খুবই খারাপ। ২৬ দিন হাসপাতালে থেকে এক সপ্তাহ যেতে না যেতেই হাসপাতালে যেতে হলো।

এ ব্যাপারে আজ সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান জানান, আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। সর্বশেষ গত ৬ মে শামীম এস্কান্দার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন আইন মন্ত্রণালয়ে গেলে তা নাকচ হয়ে যায়।

 

 

 

Link copied!