জবি শিক্ষকের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ১০:৫১ পিএম

জবি শিক্ষকের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী (৩৫) মারা যাওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বাবলীর ৫ বছর বয়সী শিশু সন্তান ইউজারসিফ মাহমুদ বর্ণভ মায়ের মৃত্যুতে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলাকে দায়ী করা রীট করেন।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটে মৃত্যুর ঘটনা তদন্ত করতে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। এছাড়া স্কয়ার হাসপাতালের কাছে ক্ষতিপূরণ বাবদ ১৫ কোটি টাকা চাওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

চলতি বছরের ২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২১ জুন থেকে তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৭ জুলাই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি এক সন্তান, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম ও রাষ্ট্রপতির স্বর্ণপদকপ্রাপ্ত ছিলেন বাবলী।

উল্লেখ্য, বাবলী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদের স্ত্রী ছিলেন।

Link copied!