জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই, প্রধানমন্ত্রীর শোক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ০৩:৪৭ পিএম

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই, প্রধানমন্ত্রীর শোক

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহ..রাজিউন) তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের মৃত্যুতে কমিটির সদস্যবৃন্দ এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করেছেন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

 প্রধান সমন্বয়ক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে মুজিববর্ষে জাতির পিতার স্মৃতি ও তাঁর মহিমাময় কর্মের প্রতি কৃতজ্ঞ বাঙালি জাতির শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর নানা আয়োজন সফল করে তুলতে সভাপতি হিসেবে ড. মো. রফিকুল ইসলামের দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য।     

স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নজরুল গবেষক ও লেখক ড. মো. রফিকুল ইসলাম ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অসাধারণ অবদান রাখা জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক বলেছেন, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করতেন। তাঁর জীবন ও সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে।

Link copied!