সবাইকে ভোট দিতে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন বলেছেন, ‘ইনশাল্লাহ ভোটের পরিবেশ ভালো। এইভাবে যদি ভোট হয় তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আপনারা সবাইকে ভোট দিতে ডাকেন।’
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ১০টার দিকে নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী। এ সময় তার সাথে ছিলেন ছেলে গাজীপুরের বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম।
ভোটের পরিবেশ নিয়েও কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
গাজীপুরের মানুষ তাঁর মাকে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছেন জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে কিছু কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হয়েছে, যদিও পরে তারা কেন্দ্রে গেছে। তাদের ভয় দেখানো হয়েছে খবর পেয়েছি।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি কর্পোরেশনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি। আর ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।