টাকার মান কমিয়ে ডলারের দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২২, ১১:৫০ পিএম

টাকার মান কমিয়ে ডলারের দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

ডলার সংকট দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কোনোভাবেই ডলার সংকট নিরসন সম্ভব হচ্ছে না। তাই এবার ডলারের বিপরীতে টাকার মান কমালো বাংলাদেশ ব্যাংক।

আগে প্রতি ডলারের বিপরীতে ৯৫ টাকা ছিল। সোমবার প্রতি ডলারে এক টাকা বাড়িয়ে ৯৬ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈদেশিক রিজার্ভের মোট ৬৩ মিলিয়ন (ছয় কোটি ৩০ লাখ ডলার) ডলার বিক্রি হয়েছে। সোমবার থেকে দেশের বাণিজ্য ব্যাংকগুলো সর্বোচ্চ ১০৮ টাকায় প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করছে।

রপ্তানি বিল পরিশোধে প্রত্যেক ডলারে ৯৯ টাকায়। অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ এখন ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করা হচ্ছে। এর মানে এলসি সেটেলমেন্টের জন্য ডলার বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৫০ পয়সা।

Link copied!