তরুণীর সংসার ভাঙতে ফেসবুকে ঘনিষ্ঠ ছবি, গ্রেপ্তার তরুণ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২২, ০৩:২৮ পিএম

তরুণীর সংসার ভাঙতে ফেসবুকে ঘনিষ্ঠ ছবি, গ্রেপ্তার তরুণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে তোলা ঘনিষ্ঠ ছবি আপলোডসহ ‘অশালীন মন্তব্য’ করার অভিযোগে চট্টগ্রামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর থেকে রবিউল আওয়াল (২২) নামে ওই তরুণকে র‌্যবের একটি দল গ্রেপ্তার করে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি এক ব্যক্তি পতেঙ্গা থানায় অভিযোগ করেন, রবিউল তার স্ত্রীর কিছু ছবি ফেইসবুকে পোস্ট করে ‘অশ্লীল মন্তব্য করে সামজিকভাবে তাদের হেয়’ করছে। অভিযোগ পেয়ে র‌্যাব রবিবার রবিউলকে বাঁশখালীর সাধনপুর থেকে গ্রেপ্তার করে।

অভিযোগে বলা হয়, রবিউল তার স্ত্রীর পূর্ব পরিচিত। তাদের বিয়ের আগে রবিউল তার স্ত্রীর সঙ্গে কিছু ছবি তুলে নিজের মোবাইলে সংরক্ষণ করেন। গত ৬ জানুয়ারি অভিযোগকারী ওই ব্যক্তি শ্বশুড়বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে আসার পথে বাঁশখালী গুনাগরি বাজারে রবিউল তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করেন এবং সেইসব ছবি দেখিয়ে ‘অশালীন কথাবার্তা’ বলতে থাকেন।

ওই দম্পতি সেখান থেকে চলে আসায় পরদিন রবিউল সেগুলো ফেইসবুকে পোস্ট করে বিভিন্ন ধরনের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।

Link copied!