এপ্রিল ২৯, ২০২৩, ০৯:৪৯ পিএম
বৈশাখ মাস চলছে। দিনে প্রখর গরম আর বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই সাথে নামছে বৃষ্টি। এমতাবস্থায় শনিবার গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও অফিস শেষে বাড়ি ফিরতে কর্মজীবিরা পড়ছেন বিপাকে।
রাজধানীর ফার্মগেট,কারওয়ানবাজার,গুলশান,রামপুরায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে প্রায় সকল বাসস্টপেজেই অফিস শেষে ঘরমুখো কর্মজীবিদের বাসের জন্য অপেক্ষা করছে।
এমনি একজন আশিকুর রহমান। তিনি রাজধানীর খামারবাড়িতে বেসরকারি একটি কোম্পানিতে চাকুরি করেন। অফিস থেকে বের হয়েই বৃষ্টির মুখে পড়েন তিনি। তাকে ফিরতে হবে যাত্রাবাড়ী তার পরিবারের কাছে।তবে বাসস্টপেজে এসে দেখেন কোন বাস নেই, প্রায় চল্লিশ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি।
আরও একজন রাশিদা খানম বিথী। তার সাথে কথা হয় রামপুরা বাস স্টপেজে। অন্য সবযাত্রীর মত তিনিও বাসের জন্য বৃষ্টিতে অপেক্ষা করছেন। রাশেদার সাথে কথা হলে তিনি জানান,বৈশাখ মাসেতো ঝড় বৃষ্টি হবেই। তবে চাকুরিওতো করতে হবে। বৃষ্টি ছাড়াও পরিবহন সংকটসহ আমরা কর্মজীবি নারীরা নানা সমস্যায় পড়ি। হয়তো একদিন উন্নত দেশের মত আমাদের দেশেও কর্মজীবি নারীদের সঠিক মূল্যায়ন করে এসব পরিবহনসহ অন্য সব সমস্যার সমাধান হবে। তবে বৃষ্টি হলে সড়কে গণ পরিবহন কমে যাওয়ার কারণ কি তা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
এছাড়াও সন্ধ্যার বৃষ্টিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে বিপণীবিতানগুলো বন্ধ দেখা যায়। তেমনি দেখা মেলেনি রাস্তায় হকারদের কর্মতৎপরতা।