দুইশো দিন পর দলীয় কার্যালয়ে ফিরলেন রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২১, ০১:৫১ পিএম

দুইশো দিন পর দলীয় কার্যালয়ে ফিরলেন রিজভী

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে প্রায় দীর্ঘ ৬ মাস ২১দিন পর বিএনপির দলীয় কার্যালয়ে অফিস করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের দফতরে আসেন।বিএনপির এই নেতা এখন সুস্থ বলে জানান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

দলীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর আসার খবর পেয়ে নেতাকর্মীরা ছুটে আসতে দেখা। এদের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

বিএনপি সূত্রে জানা যায়, রুহুল কবির রিজভী সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন । চলতি বছরের গত ১৬ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পরদিনই তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।  বুকের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয়।

গত ৯ মে  হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন তিনি। বাসায় বসেই তিনি চিকিৎসা নেন।  তিনি কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসুচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কারণে রুহুল কবির রিজভীকে বিশ্রামে থেকে দলীয় কার্যক্রম করতে পরামর্শ দেন।

Link copied!