মে ১২, ২০২২, ০৮:২২ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে পরস্পরের মধ্যে ধাক্কায় দুটি বোয়িং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বরখাস্তরা হলেন- বিমানের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশল কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, গত ১০ এপ্রিল হাঙ্গারের ঢোকার সময় বোয়িং ৭৭৭-৩৩৩ উড়োজাহাজের সামনের অংশ (নোজ) বোয়িং ৭৩৭-৮০০ এর পেছনের অংশ (টেইল) গিয়ে ধাক্কা দেয়। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডোম ও সামনের ব্ল্যাকহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাম দিকের অনুভূমিক স্ট্যাবিলাইজারের কোণার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে ওইদিনই বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। পরদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদনে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরই এই ৫ জনকে বরখাস্ত করা হলো।