ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:৩৯ পিএম
রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় নিহত সাত বছরের শিশু জিহাদের মৃত্যুতে তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ারসহ ৮ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৬ ডিসেম্বর ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেন শিশুটির বাবা নাদির হোসেন। রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির হোসেন হাওলাদার, সঙ্গে ছিলেন সৈয়দ মহিদুল কবির, মোহাম্মদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে, গত ৯ নভেম্বর সকালে রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের দেয়াল চাপা পড়ে জিহাদ। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদ একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার দিন সকালে জিহাদ তার বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে একপর্যায়ে লালবাগ কোয়ার্টারের সামনে পৌঁছালে হঠাৎ দেয়াল ভেঙে জিহাদ চাপা পড়ে।