নরসিংদী আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ১২:৩২ পিএম

নরসিংদী আনসার ক্যাম্প থেকে অস্ত্র লুট

নরসিংদী জেলার বড় বাজারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে ২টি শর্টগান ও ১০ রাউন্ড গুলি লুট হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। ডেইলি স্টারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, 'নরসিংদী বড় বাজারে অবস্থিত আনসার ক্যাম্পের ফাঁড়িতে আমাদের ৪ সদস্য মো. আনোয়ারুল হক,  জাফর ইকবাল, রাশেদ হোসেন ও আতিক হোসেন ডিউটিতে ছিল। রাত ১টা ৩০ মিনিটের দিকে ডাকাত দলের ১৫-২০ জন সদস্য হাড়িয়াধোয়া নদীর পাশে অতর্কিতভাবে হামলা চালায় এবং কিছু বুঝে ওঠার আগেই আনোয়ারুল ও জাফর ইকবালের ২টি শটগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।'

সাজ্জাদ হোসে আরও বলেন, 'এ বিষয়ে আমাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।'

তবে, এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। এতে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

 

Link copied!