নরসিংদী রেলস্টেশনে ‘স্বাধীন পোশাকে’ প্রতিবাদী একদল নারী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২২, ০৯:২৫ পিএম

নরসিংদী রেলস্টেশনে ‘স্বাধীন পোশাকে’ প্রতিবাদী একদল নারী

নরসিংদী রেলওয়ে স্টেশনে ‘অশালীন পোষাক’ পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও তার দুই বন্ধুকে হেনস্তার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছেন একদল নারী।

শুক্রবার সকালে একটি ট্রেনে করে তারা নরসিংদী স্টেশনে যান বলে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা।

অন্তত ২০ জন নারীর একটি দল এই ভ্রমণের নাম দিয়েছেন ‘অহিংস অগ্নিযাত্রা’। তারা রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী। অগ্নিযাত্রায় এই নারীরা তাদের পছন্দমতো পোশাক পরিধান করেছিলেন।

এর আগে, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় এক মাঝবয়সী নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন।

এ ঘটনার পরে, পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করে এবং পরে এক যুবককে গ্রেফতার করে। তবে, ঘটনার সাত দিনের বেশি পার হলেও ঘটনার মূল হোতা মাঝবয়সী ওই নারীকে এখনও গ্রেফতার করা যায়নি।

Link copied!