নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় বোম্বে লিচুর এ বছর স্মরণকালের সেরা ফলন হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিকরা। অধিক ফলনের পাশাপাশি অন্যান্য বছরের তুলনায় এবার দামও অনেক বেশি হওয়ায় খুশি তারা। এই উপজেলার বিভিন্ন বাগানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাগানমালিকরা ব্যস্ত সময় পার করছেন পাকা লিচু আহরণ, গোছা বাঁধা আর বিক্রিতে। আর লিচু কিনতে প্রতিদিন বাগানগুলোতে ভিড় করছেন ঢাকাসহ বিভিন্ন জেলার লিচু ব্যবসায়ীরা।
বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, এ বছর উপজেলার প্রায় ১শ’ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ২শ’ টন। তবে ওই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ফলন হয়েছে। এ ছাড়া দামও বেশি পাচ্ছেন বাগানের মালিকরা। এ বছর এই উপজেলায় আনুমানিক ১২ কোটি টাকার লিচু বিক্রি হবে। সরেজমিন উপজেলার তমালতলা এবং এর আশেপাশের লিচুবাগানে দেখা যায়, গাছ থেকে আকারে বেশ বড়, সুন্দর রঙ আর সুস্বাদু লিচু থোকায় থোকায় পাড়ছেন বাগানমালিকরা। গাছের নিচেই শ্রমিক ছাড়াও বাগানি পরিবারের নারী-পুরুষ সদস্যরা লিচু গণনা করে গোছা আকারে বাঁধতে ব্যস্ত।
গত বছর লিচুর দাম প্রতি হাজার ১২০০-১৬০০ থাকলেও বর্তমান দাম ২২০০ টাকা হাজার।