নাটোরে পাঁচটি ককটেল বিস্ফোরণ, বিএনপি নেতা আটক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২২, ১২:১৭ পিএম

নাটোরে পাঁচটি ককটেল বিস্ফোরণ, বিএনপি নেতা আটক

নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও সেখান থেকে উদ্ধার করা হয়েছে আরও আটটি বোমা।

সোমবার রাত পৌনে ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় গতকাল রাতেই মামলা হয়েছে। মামলায় এক বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে বিএনপির নেতাদের দাবি, এটা ‘সাজানো নাটক’।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয়, ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এ খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ওই এলাকায় গিয়ে স্থানীয় রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে লাল স্কচটেপে মোড়ানো আটটি বোমা উদ্ধার করে।

ওসি আরও বলেন, এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওহাব মণ্ডল নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়।

Link copied!