নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ০৪:৩৬ পিএম

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে মকবুল হোসেনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন হাকিম মামুনুর রশীদ।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ ও প্রাণহানীর ঘটনায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার নিউমার্কেট থানা শাখা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন সরদারকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। । গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালায়।

শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ। এতে দু'জনের প্রাণহানি ঘটে। 

পুলিশ এ ঘটনায় বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি  এবং পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটিসহ মোটি দুটি মামলা দায়ের করে। দুই মামলায় নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়।

Link copied!