নির্বাচনে কারা আসবে বা না আসবে তা আমাদের দেখার বিষয় নয়: ইইউ বিশেষ প্রতিনিধি

কূটনৈতিক প্রতিবেদক

জুলাই ২৫, ২০২৩, ০৯:০৮ পিএম

নির্বাচনে কারা আসবে বা না আসবে তা আমাদের দেখার বিষয় নয়: ইইউ বিশেষ প্রতিনিধি

ঢাকা সফররত ইইউ’র মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। সংগৃহীত ছবি

বাংলাদেশের আসছে জাতীয় নির্বাচনে কারা আসবে বা না আসবে তা ইউরোপীয় ইউনিয়ন দেখে না, দেখার বিষয়ও না বলে জানিয়েছেন ঢাকায় সফররত সংস্থাটির মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।  দেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে চায় না বলেও  তিনি জানান।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমন গিলমোর এসব কথা বলেন।

এসময় ইইউ’র বিশেশ প্রতিনিধি আরও বলেন, “ বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ককে নতুন অংশীদারত্বের জায়গায় নিয়ে যেতে চাই। অগ্রাধিকার মূলক বাজার সুবিধা আরও বিস্তৃত করার উপায় নিয়ে আমরা দুই পক্ষ কাজ করছি।” 

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইমন গিলেমোর বলেন, “ডিজিটাল সিকিউরিটি অ‌্যাক্ট এর সংশোধনে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কতটা বাস্তবায়ন হয় তা দেখার জন্য ইউরোপীয় ইউনিয়ন অপেক্ষা করছে।”  

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক এই বিশেষ প্রতিনিধি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি অবাধ, সুষ্ঠু, ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে । একটি সক্রিয় সুশীল সমাজ ও মুক্ত গণমাধ্যমও দেখতে চায় ইইউ। 

এসময় তিনি আরও বলেন, “আমরা মুক্ত নির্বাচনের পরিবেশ নিয়ে দেখবো। নির্বাচনে কারা আসবে বা না আসবে সেটা আমরা দেখি না। আমাদের দেখার বিষয়ও নয়। নির্বাচনের আগে ইউরোপীয় ইউনয়ন কিছু বলতে চায় না বলেও জানান ইমন গিলেমোর।

জিএসপি প্লাস ও মানবাধিকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক এই প্রধান আরও বলেন, “আমরা বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করতে, একসাথে কাজ করতে চাই। সারা বিশ্বে আমরা এটা করছি। মানবাধিকার রক্ষিত হয়, এমন দেশের সঙ্গে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যহত রাখার পক্ষে কাজ করছি।” 

Link copied!