জানুয়ারি ৩১, ২০২৩, ০২:৩৩ পিএম
 
						
                            
                                                        দলমত নির্বিশেষে সবার জন্যই বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচিত সরকার থাকায় দেশের উন্নয়ন হওয়ার পাশাপাশি স্থিতিশীলতা রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালিভাবে ওই অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী বলেন, “এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়। দেশে নির্বাচিত সরকার থাকায় উন্নয়ন হচ্ছে, স্থিতিশীলতা রয়েছে। তারা এটিকে ভালভাবে মেনে নিতে পারছেন না।”
দলমত নির্বিশেষে সবার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। জন্যই কাজ করেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে বলেই আজকের বাংলাদেশ বদলে গেছে।”
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    