ঢালিউডে আলোচিত অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদসহ আরো ৫ জনকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের আটকস্থলে তল্লাশি চালিয়ে মদ, ইয়াবাসহ আরো বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে। আর সে কারণেই পরীমণির মামলার আসামিদের পাশাপাশি সেখানে উপস্থিত অন্যদেরও আটক করা হয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ জানায়, নাসিরকে যেখান থেকে আটক করা হয়, সেখানে প্রতি রাতে পার্টি চলতো। পার্টিতে মদসহ আরো অনেক অবৈধ মাদকদ্রব্য গ্রহণ করা হতো যা এখানে পাওয়া গেছে। এগুলো নিয়ে পৃথক মামলা হতে পারে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর পাশাপাশি পরীমণি কেনো রাতে এখানে এসেছিলো এ বিষয়ে জানতে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ।
এর আগে সকালে ব্যবসায়ী নাসির মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি। সেই সঙ্গে নিজের জীবন নিয়ে শঙ্কায় থাকার কথাও জানান এই অভিনয় শিল্পী পরবর্তীতে বনানী থানা থেকে তার বাসায় নিরাপত্তার জন্য পুলিশ প্রেরণ করা হয়।
পরীমণি রবিবার (জুন ১৩) রাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন। ফেসবুক পোস্টটিতে কারো বিরুদ্ধে কোন স্পষ্ট অভিযোগ তুলেন নি এই চিত্রনায়িকা।
পোস্টটিতে তিনি প্রধানমন্ত্রীকে মা হিসেবে সম্বোধন করে তার হস্তক্ষেপ কামনা করেন। এবং লিখেন- "আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।” তিনি দাবী করেছেন পুলিশও তাকে কোন সাহায্য করেনি।
ফেসবুক পোস্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
সংবাদ সম্মেলনটির আগে বিভিন্ন সংবাদ মাধ্যম পরীমনির সাথে যোগাযোগ করলে তিনি দাবী করেন বনানী থানায় অভিযোগ করার চেষ্টা করলেও সেখানে মামলা গ্রহণ করেনি।
চলচ্চিত্রে পরীমণি হিসেবে নিজেকে পরিচয় দিলেও তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি।
যদিও, প্রেস ব্রিফিং এর আগে রবিবার রাতে বনানী থানার ওসি নুরে আজম মিয়া সংবাদকর্মীদের জানান এই দুই নামের কেউই কোন অভিযোগ করতে আসেন নি। তিনি আরও জানান এরকম কোন অভিযোগ নিয়ে যে কেউই আসলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে সংবাদ সম্মেলনের পর পুলিশের গুলশান বিভাগের কর্মকর্তারা সংবাদ মাধ্যমগুলোকে জানায় ঘটনার রাতে সাড়ে তিনটার দিকে পরীমণি বনানী থানায় গিয়েছিলেন। থানায় গিয়ে তিনি দায়িত্বরত কর্মকর্তাদ্যের তিনি বলেন তার সঙ্গে অশোভনীয় আচরণ করা হয়েছে এবং এই বিষয়ে তিনি অভিযোগ দায়ের করতে চান।
কিন্তু বনানী থানার পুলিশ সদস্যরা তার আচরণ কিছুটা ‘অপ্রকৃতিস্থ’ মনে করেন। সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ বলতে না পারায় এবং ‘এলোমোলো কথাবার্তা’ বলায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাকে সুস্থ হয়ে দিনের বেলায় আসতে বলেন।
এসব ‘অসংলগ্ন’ আচরণ দেখে পুলিশের একটি দল তাকে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দিয়ে আসেন। তাদের মতে এর পরে তিনি আর থানায় যাননি ও পুলিশের কারো সাথে কোন যোগাযোগ করেন নি।
তবে, সংবাদ সম্মেলন চলাকালীন মিরপুরের রূপনগর থানার ওসি পরীমনির বাসায় উপস্থিত থেকে তার বক্তব্য শুনেছেন।
নড়াইলের স্থানীয় পরীমনি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশটিরও অধিক বাংলা চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।