প্রত্যেকের গায়ে জামাকাপড় আছে; মনে করিনা আমরা খারাপ অবস্থায় আছি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২২, ০৭:১৭ পিএম

প্রত্যেকের গায়ে জামাকাপড় আছে; মনে করিনা আমরা খারাপ অবস্থায় আছি

‘গ্রামগঞ্জের কোনো মানুষ না খেয়ে নেই। প্রত্যেক মানুষ খেতে পারছে। প্রত্যেক মানুষের গায়ে জামাকাপড় আছে।...আমি মনে করি না, আমরা খুব খারাপ অবস্থায় আছি।

বুধবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক নগর সংলাপে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ এই সংলাপের আয়োজন করে।

এলজিআরডিমন্ত্রী বলেন, “আমদানির জন্য কারেন্ট অ্যাকাউন্টে (চলতি হিসাবে) ঘাটতি আছে। কিন্তু দেশে রিজার্ভ আছে। রিজার্ভ দিয়ে এটা কভার করা যাবে।”

দেশের সক্ষমতা বেড়েছে দাবি করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “গ্রামগঞ্জের কোনো মানুষ না খেয়ে নেই। প্রত্যেক মানুষ খেতে পারছে। প্রত্যেক মানুষের গায়ে জামাকাপড় আছে। একটা প্যানিক (আতঙ্ক) সৃষ্টি করে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে।”  

সরকার বেশি আমদানি করে স্বীকার করে মো. তাজুল ইসলাম, “আমরা আমদানি করছি বেশি। বাংলাদেশ প্রতি মাসে ৮ বিলিয়ন ডলার সমপরিমাণের আমদানি করে। এতে একদিকে আমাদের ওপর চাপ আসছে, আরেক দিকে দেখে খুশিও লাগছে যে বাংলাদেশ মাসে ৮ বিলিয়ন ডলার আমদানি করে। একসময় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯ বিলিয়ন ডলার। আমরা তো এখন এটা হ্যান্ডেল করতে (সামাল দিতে) পারছি।”

Link copied!