ফেরির বিদ্যুৎ এখন কোথায়, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক

জুন ৮, ২০২৩, ০৩:৪৮ পিএম

ফেরির বিদ্যুৎ এখন কোথায়, প্রশ্ন রিজভীর

সংগৃহীত ছবি

দেশে চলমান লোডশেডিং মোকাবিলায় সরকারের সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য বলেছিলেন, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। ফেরির বিদ্যুৎ এখন কোথায়? এই সরকার জনগণের অধিকারকে কারাবন্দী করেছে। গোটা দেশকে বন্দীশালা করেছে। এই পরিস্থিতির অবসানের জন্য সব গণতান্ত্রিক শক্তি আজ ঐক্যবদ্ধ।

বৃহস্পতিবার (৮ জুন) ‘অসহনীয় লোডশেডিংয়ের’ প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালনে বাধা দিলে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পল্টনের চায়না টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর আরামবাগ মোড়ে পৌঁছলে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। এসময় বিএনপির নেতা-কর্মীরা আরামবাগ মোড়েই অবস্থান নেন। এসময় রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলটির নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ঢাকা জেলা শাখা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এই সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে।

Link copied!