ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ০৩:৩৪ পিএম

ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে

রাজধানীতে খেলার সুযোগ কম থাকায় শিশুরা ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুরা যাতে কিছু সময়ের জন্য খেলতে পারে-এমন ব্যবস্থা নিতে বাবা-মায়েদের প্রতি অনুরোধ জানান সরকারপ্রধান।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ওই অনুষ্ঠানে  ভার্চ্যুয়ালি যুক্ত হন।

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের দিকেও বিশেষ গুরুত্ব দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নারী খেলোয়াড়রা ভালো করছে। তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে হবে।”

এসময় শেখ হাসিনা প্রতি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।

খেলাধুলা ও সংস্কৃতির চর্চা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-মন্তব্য করে সরকারপ্রধান বলেন, “এ কারণে শিশুদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। গ্রামীণ খেলাগুলো আমাদের চালুর ব্যবস্থা নিতে হবে। আমরা এ ব্যাপারে সহায়তা করছি। আমরা চাই, আমাদের এ খেলাগুলো আরও এগিয়ে যাক।”

অনুষ্ঠানে ২০১৩-২০ সালের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার গ্রহণ করেন ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদীয় কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জ্যাকব ও মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

Link copied!