বগুড়ায় বিএনপির দুটি শূন্য আসনের মনোনয়নপত্র নিলেন হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০৫:৩০ পিএম

বগুড়ায় বিএনপির দুটি শূন্য আসনের মনোনয়নপত্র নিলেন হিরো আলম

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়া-৪ (কাহাল-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন দুটি শূন্য ঘোষিত হয়। এ দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর আগে এই দুই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়ে পাননি তিনি।

সোমবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই দুই আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তোলেন তিনি।

এরপর বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের সাথে দেখা করে ‘সিংহ প্রতীক’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান হিরো আলম। এ বিষয়ে মাহমুদ হাসান জানান, অন্য কেউ না চাইলে সিংহ প্রতীক বরাদ্দে সমস্যা নেই। তবে একাধিক প্রার্থী একই প্রতীক চাইলে লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারবেন। হিরো আলম দুটি আসনের মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁকে প্রতিটি আসনের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সইসহ সমর্থনসূচক তালিকাও দিতে হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। বিধি অনুযায়ী, এই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩ হাজার ২৮৫ জন ভোটারের সই করা তালিকা মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে। বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। এই আসনে মনোনয়নপত্রের সাথে ৪ হাজার ১৭৫ ভোটারের সই করা তালিকা দাখিল করতে হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৪ আসনে এখন পর্যন্ত সাতজন মনোনয়নপত্র তুলেছেন। আর বগুড়া-৬ আসনে নয়জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের পর দুই দফায় তাঁর মনোনয়ন বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। সেবার সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন হিরো আলম। তবে নির্বাচনের দিন কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

Link copied!