বঙ্গবন্ধুকে হত্যাকারী কেউ আলেম ছিলো না: বাবুনগরী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০৪:৩৭ পিএম

বঙ্গবন্ধুকে হত্যাকারী কেউ আলেম ছিলো না: বাবুনগরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার ঘাড়ে বসে আছেন। যারা কোনো ধর্ম মানে না, যারা নাস্তিক তারাই ইসলামের শত্রু। তারাই আপনার শত্রু।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী কেউ আলেম নয়। কোনো পীর আউলিয়া তাকে হত্যা করেনি। তাকে হত্যা করেছে তার আশপাশে থাকা লোকজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, আপনি আপনার শত্রুকে চিনে নিন।’

শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডাকবাংলো চত্বরের সামনে সমাবেশে বাবুনগরী সরকারের উদ্দেশে চারটি দাবি তুলে ধরেন। তিনি বলেন:-

‘গত শুক্র, শনি ও রোববার সারা দেশে যেসব হেফাজতের নেতা-কর্মীরা শহিদ হয়েছেন। তাদের ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।

ছাত্রলীগ, পুলিশের হামলায় হেফাজতের যেসব নেতাকর্মী আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দায়িত্ব সরকারকে নিতে হবে।

ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে।

পাশাপাশি যেসব হেফাজত নেতা-কর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে।’

তাদের এ দাবিগুলো পূরণ না হলে হেফাজতে ইসলাম আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, ‘সরকার আমার নামে অনেক মামলা দিয়েছে। আরও মামলা দিতে পারে। আমি জেলে গিয়েছি। তাই আমি জেলখানায় যেতে ভয় পাই না। যে কোনো মুহূর্তে জেলখানায় যেতে আমি প্রস্তুত আছি।’

এর আগে জুমার নামাজের পর হাটহাজারী মাদ্রাসার সামনে বিক্ষোভ সমাবেশ করেন হেফাজত নেতারা। হেফাজতের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে জুমার নামাজের পর চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক বন্ধ করে দেয় পুলিশ।

মহাসড়কের হাটহাজারী বাজার কাচারি রোডের মুখে শুক্রবার দুপুর দেড়টার দিকে পুলিশ ব্যারিকেড দেয়। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে থেকে হাটহাজারী মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, `বিক্ষোভ সমাবেশকে ঘিরে নিরাপত্তার স্বার্থে তাই সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিত স্বাভাবিক হলে সড়ক যান চলাচল চালু করা হবে।'

সেসময় মহাসড়ক বন্ধ করে দেয়ায় সড়কটির দুইপাশে যানজটের সৃষ্টি হয়। এরমধ্যে দক্ষিণ দিকে হাটহাজারীতে বাসস্ট্যান্ড পর্যন্ত ও উত্তরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত দীর্ঘ যানজটে ও ভোগান্তিতে পরে যাত্রীরা।

Link copied!