বন্যা মোকাবিলায় সরকার ব্যর্থ: রুহুল কবির রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২০, ২০২২, ০৩:২৬ পিএম

বন্যা মোকাবিলায় সরকার ব্যর্থ: রুহুল কবির রিজভী

বন্যা মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে রিজভী বলেন, পর্যাপ্ত পূর্বপ্রস্তুতির অভাবে সিলেট ও সুনামগঞ্জে ৫০ লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার্তদের সহায়তার বিএনপির নেতাকর্মী ছাড়াও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। সেসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার অনুমতি দিতে সরকারের প্রতি আবারও আহবান জানান তিনি। 

সংগঠনের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন কৃষক দলের নেতা আব্দুল্লাহ আল নাইম। অনশনে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, সংগঠনের সমন্বয়কারী ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

Link copied!