বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন উদযাপিত হবে

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৩, ০৭:৪৪ পিএম

বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন উদযাপিত হবে

সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে সোমবার হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ২৯ জুন বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 

সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এসময় তিনি আরও বলেন, মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন (১০ জিলহজ) বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রসঙ্গত, আসছে ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার সৌদি আরবের আকাশে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে।

এর আগে ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে।  

রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও একইদিন ঈদুল আজহা উদযাপিত হবে।

অপরদিকে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি মাসের ২৯ তারিখ ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়ে থাকে ঈদুল আজহা।

Link copied!