গত শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী মসজিদে খুতবায় ইমামকে ভারত নিয়ে কথা বলায় বাধা দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে পুলিশের এক উপপরিদর্শকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। ওই মামলায় গতকাল রবিবার রাতে বেশ কয়েকজনকে আটক করে থানায় রাখা হয়।
মুসল্লিদের হামলার ঘটনায় মামলা ও আসামিদের আটক করার প্রতিবাদে সোমবার সড়ক অবরোধ করার সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার জুমার নামাজে আদমজী মসজিদে খুতবায় ভারতের বিষয় নিয়ে কথা না বলার জন্য ইমামকে বাধা দেন পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে মুসল্লিরা তার ওপর হামলা করে। এ ঘটনায় ৫০ জনের নাম ও অজ্ঞাত ১২৫ জনকে উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় গতকাল রবিবার রাতে কয়েকজনকে আটক করে করা হয়।
পরে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিহারি ক্যাম্পের লোকজন। এক পর্যায়ে থানা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশের সাথে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ-সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সকালের পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশতাধিক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের শতাধিক গুলি করা হয়েছে।”