বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নির্বাচনকে ম্লান করেছে: ইসি মাহবুব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২১, ০৬:০৭ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নির্বাচনকে ম্লান করেছে: ইসি মাহবুব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ প্রার্থীর চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়ার ঘটনা নির্বাচনকে ম্লান করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। দিনে দিনে মানুষ নির্বাচন বিমুখ হওয়ার ঘটনা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলেও তিনি মনে করেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে ‘সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও ইউপি নির্বাচন সম্পর্কে আমার কথা’ উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বহুদলীয় গণতন্ত্রে নির্বাচনে বহুদলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন উল্লেখ করে ওই লিখিত বক্তব্যে ইসি মাহবুব তালুকদার বলেন, ৯টি পৌরসভায় ৩ জন প্রার্থী বিনা ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। অনেকের মধ্যে বাছাইকে নির্বাচন বলা হয়। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি নির্বাচিত বলা যায়?

১৭-২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা এই সিনিয়র নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, এই সময়ের মধ্যে ১৬০টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় আমার সাফল্য ও ব্যর্থতার বিষয়ে জানতে চেয়েছেন সাংবাদিকরা। কিন্তু সংক্ষিপ্ত সময়ে নির্বাচনী ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব নয়

নির্বাচনে ৩ জনের মৃত্যুর ঘটনা বেদনাদায়ক হিসেবে বর্ণনা করে ইসি মাহবুব বলেন, আমি সর্বদা বলে এসেছি জীবনের চেয়ে নির্বাচন বড় নয়। তবু ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সহিংসতা রোধ করা গেল না। নির্বাচনে ঘটনা বা দুর্ঘটনা যা-ই হোক না কেন, নির্বাচন কমিশনের ওপরই দায় এসে পড়ে।

Link copied!