কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ষাট গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং এক লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছেন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ওই বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় ওমর খাল দিয়ে একদল মাদক কারবারি মাদক পাচার করছিল। গোপন সূত্রে জানতে পেরে বিজিবি’র দু’টি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা নাফ নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি সাকের আলী নামে এক রোহিঙ্গাকে আটক করে। তার কাছ থেকে এক কেজি ষাট গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সাকের আলী টেকনাফ ২৫ নম্বর মোচনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
অপরদিকে, বিজিবির সদস্যরা উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত মাদক কারবারি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার চেহের আলীর ছেলে নাছির উদ্দিন।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মেহেদী হোসাইন কবির গণমাধ্যমে বলেন, মিয়ানমার থেকে নাইকংছড়ি সীমান্ত দিয়ে একদল মাদক কারবারি মাদক পাচার করছিল জানতে পেরে রবিবার রাতে বিজিবি’র একটি দল সেখানে অভিযান চালায়। এসময় এক লাখ পিস ইয়াবাসহ নাছির উদ্দীনক আটক করা হয়।