বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্তে বিভিন্ন সংস্থা কাজ করছে: ডিএমপি কমিশনার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৩, ১২:১০ এএম

বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্তে বিভিন্ন সংস্থা কাজ করছে: ডিএমপি কমিশনার

গুলিস্তানের সিদ্দিকবাজার বাস স্ট্যান্ডের পাশের বহুতল ভবনে বিস্ফোরণে ব্যাপক সংখ্যক  হতাহতের ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি জানান, বিস্ফোরণ নাকি দুর্ঘটনা তদন্তের আগে তা বলা যাচ্ছে না। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘটনাস্থলে এসে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমা বিস্ফোরক বিশেষজ্ঞসহ অন্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা তদন্ত করে দেখছেন এটি নাশকতা নাকি দুর্ঘটনা। অনেক সময় গ্যাস জমলেও বিস্ফোরণ হতে পারে। এ ছাড়া কোনও নাশকতা কি না, সেটিও বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন। পাশাপাশি বিভিন্ন সংস্থাও এর কারণ খতিয়ে দেখছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, “আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সিদ্দিক বাজারের এটি বাণিজ্যিক ভবন ছিল। নিচতলায় বিভিন্ন সেনেটারি সামগ্রীর দোকান ছিল। ওই ভবনে গ্রামীণ ও ব্র্যাক ব্যাংকের অফিসে ছিল। আরও কিছু কমার্শিয়াল দোকানও ছিল। যেহেতু ধ্বংসস্তূপ হয়েছে, তাই তদন্ত না করে বিস্তারিত বলা ঠিক হবে না।”

প্রসঙ্গত,গুলিস্তানের সিদ্দিকবাজার বাস স্ট্যান্ডের পাশের বহুতল ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে।

এর আগে, গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সাততলা ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। এতে উপরের কয়েকটি তলায়ও ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যায়ও সেখানে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

Link copied!