বেগম জিয়াকে মুক্ত করতে না পারা কলঙ্কময় ক্ষত: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৮, ২০২১, ০৪:৪৫ পিএম

বেগম জিয়াকে মুক্ত করতে না পারা কলঙ্কময় ক্ষত: রিজভী

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা কলঙ্কময় একটি ক্ষত। এ ব্যর্থতা আমার-আপনার সকলের। এই ব্যর্থতার গ্লানি মোচনের দায়িত্ব আমাদের সকলের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা কিছুই করতে পারি নাই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, 'তিনি (খালেদা জিয়া) আজকে হাসপাতলে লড়ছেন তার অসুস্থতার সাথে। তার রেখে যাওয়া কর্মকাণ্ড আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। যেভাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে শুরু করেছিলেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সেটা ধারণ করেছেন। এই পতাকা কখনোই মাটিতে নুয়ে পড়বে না। অত্যন্ত বেদনার সাথে বলতে চাই আমরা কি করেছি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য? করতে পেরেছি আমরা? কিছুই করতে পারি নাই। বিএনপি'র গৌরবময় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হাজারও সফলতা ও কৃতিত্বের মাঝে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা কলঙ্কময় একটি ক্ষত। ব্যর্থতা আমার ব্যর্থতা আপনার ব্যর্থতা সকলের। গ্লানি মুছনের দায়িত্ব আমাদের সকলের।

তিনি বলেন,' কি ভয়ংকর নির্যাতন, নিপিড়নের মধ্যে তিনি (খালেদা জিয়া) আজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। সেদিন দলের পক্ষ থেকে অনেকেই বলেছে যে জায়গায় তাকে রাখা হয়েছে জেলখানায় সেখানে সাধারণ মানুষ থাকতে পারে না। সেখানে সারাক্ষণ বালু উড়ছে কিছুদিন পূর্বে তার একটি চোখে অপারেশন হয়েছে, যে চোখে অপারেশন হয়েছে সেই চোখের মধ্যে বালু গুলো পড়ছে। কত বড় একটি ভয়ঙ্কর যন্ত্রণা অস্বাস্থ্যকর পরিবেশ এর মধ্যে তাকে রাখা হয়েছে। নির্যাতন নিপিরণ করতে করতে আজকে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন প্রসঙ্গে রিজভী বলেন, ভদ্রতার কথা শুনেছেন, কি যে অহংকার। ওরে বাপরে বাপ। যে আমাকে হত্যা করতে চেয়েছিল একুশে আগস্ট, আমার পরিবারের যাদেরকে হত্যা করা হয়েছে এর পেছনে মদদ রয়েছে। বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের এগুলোর পেছনে মদদ রয়েছে। এতে স্পষ্ট প্রমাণিত হয় এটি প্রতিহিংসা। এখানে আইন নেই, বিচার নেই, প্রতিহিংসার কারণে আজকের জমিদারের যে শাসন, জমিদারদের যারা খাজনা দিত না তাদের নিজস্ব কারাগারে রাখতেন।আজকে শেখ হাসিনা বাংলাদেশের কারাগারগুলোকে তার ব্যক্তিগত ওই ধরনের কারাগার বানিয়েছেন। তিনি তাদের প্রতি অসন্তুষ্ট তিনি তাদের প্রতি প্রতিহিংসায় ভুগবেন তারা কারাগারে ভুগবেন। এটা প্রতিনিয়ত তার কথার মধ্যে বেরিয়ে আসছে। 

তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়া কোন অন্যায় করেনি তাকে সাজা দেওয়া যায় না। তিনি সাজা দিয়েছেন জোর করে তিনি সাড়া দিয়েছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে আর সেই সাজায় এখন তিনি অসুস্থ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

রিজভী বলেন,'জাতীয়তাবাদী রাজনীতির প্রতি যারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজও আমাদের প্রেরণা জোগায় কিভাবে সার্বভৌমত্ব রক্ষার জন্য কিভাবে নিজের মাটি রক্ষার জন্য নিজের পানিকে রক্ষার জন্য আদায় করার জন্য আমরা ফারাক্কা মিছিল থেকে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেখেছি আবার আরেকটি ফারাক্কা মিছিল, আমরা দেখেছি টিপাই মুখের জন্য তার সোচ্চার কণ্ঠ, আবার আমরা দেখেছি তিস্তা নদীর পানির জন্য তার সোচ্চার কণ্ঠ, আবার দেখেছি সীমান্তে হত্যার প্রতিবাদে বেগম খালেদা জিয়ার সোচ্চার কণ্ঠ। যখন এই সরকার নতজানু যখন এই সরকার ক্ষমতার জন্য নিজের আত্মা বিক্রি করে দিয়েছে তখন আমারা দেখেছি বেগম খালেদা জিয়ার সাহসী উচ্চারণ।

বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এবং কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,শওকত মাহমুদ,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,আব্দুস সালাম,শ্রমিক দলের আনোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা দলের সাদেক খান,যুবদলের সুলতান সালাউদ্দীন ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল,কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,আমিনুর রহমান আমিন প্রমুখ বক্তৃতা করেন। 

Link copied!