বেসরকারি অফিসের সময় সূচিতেও পরিবর্তন আসতে পারে: এলজিআরডিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০৯:১৫ এএম

বেসরকারি অফিসের সময় সূচিতেও পরিবর্তন আসতে পারে: এলজিআরডিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় কমানোর পর এবার বেসরকারি অফিসের সময় সূচিতেও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়(এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার সকালে সচিবালয়ে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এলজিআরডিমন্ত্রী বলেন, “বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

 

বেসরকারি অফিসের সময় কমানোর কোনো সিদ্ধান্ত আছে কিনা-এমন প্রশ্নের জবাবে  মো. তাজুল ইসলাম  বলেন, সরকারি অফিস বিকেল ৩টায় শেষ হবে।  ব‌্যাংকগুলোও কর্মঘণ্টা কমিয়েছে। বেসরকারি খাতেও ব‌্যাংকের সাথে কাজ হয়, তাই তারাও সময় কমাতে পারে। এটা নিয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

প্রসঙ্গত, জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে   সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে শুরু হয়েছে। অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে গত ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

Link copied!