ব্যবসার নামে ৩০০ কোটি টাকা হাতিয়ে সপরিবারে লাপাত্তা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২২, ০৩:৪৪ পিএম

ব্যবসার নামে ৩০০ কোটি টাকা হাতিয়ে সপরিবারে লাপাত্তা

রেন্ট-এ-কারের ব্যবসার নামে দেড়শ গাড়ি সংগ্রহ করে একাধিকবার বিক্রি কয়েকশ জনের কাছে। ব্যবসা প্রতিষ্ঠান খুলে সেখানে ব্যবসায়ীদের বিনিয়োগ করানো। তারপর সব টাকা নিয়ে সপরিবারে লাপাত্তা। চট্টগ্রামে অভিনব এমন প্রতারণায় নিঃস্ব হলেন অনেকে। ধারণা করা হচ্ছে, দুবাইয়ে পালিয়ে গেছে অভিযুক্ত ইসমাইল হোসেন রিগ্যান ও তার পরিবার।

গ্লোবাল করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে ৮টি গাড়ি ও নগদ অর্থ মিলে প্রায় চার কোটি টাকা বিনিয়োগ করেছেন মুনীর হোসেন। কিন্তু প্রতিষ্ঠানটির মালিক লাপাত্তা হয়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন এই ব্যবসায়ী।

এই রেন্ট-এ-কার প্রতিষ্ঠানে প্রবাস জীবনের ১৯ বছরের সঞ্চয় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করে এখন পথে বসার উপক্রম সৌদি প্রবাসী মহিম উদ্দিনের। এই প্রতিষ্ঠানে ভাড়ায় দিয়েছেন নিজের গাড়িটিও।

ভুক্তভোগীদের অভিযোগ, রিগ্যান ভাড়া দেওয়ার নাম করে গাড়ি সংগ্রহ করেন। কয়েক মাস নিয়মিত ভাড়া পাঠিয়ে আরও বিনিয়োগ করতে মালিককে উৎসাহ দেন। এভাবে প্রায় গাড়ি সংগ্রহ করে তা জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দেন নানা জনের কাছে। এভাবেই প্রতারণা করে প্রায় ৩শ কোটি টাকা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রিগ্যানের বিরুদ্ধে।

চট্টগ্রামের খুলশীতে গ্লোবাল করপোরেশনের অফিস বেশ কয়েকদিন ধরে বন্ধ। খুলশীর সানমার রয়েল রিজের ফ্ল্যাটেও পাওয়া যায়নি তাকে। তবে ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, গেল সেপ্টেম্বরের ২৭ তারিখ ভোর চারটার দিকে পরিবার নিয়ে সটকে পড়েন তিনি। তার প্রতারণার শিকার এই ভবনের অনেকেই। নিজের ফ্ল্যাটটিও প্রতারণা করে বিক্রি করেছেন একাধিক মানুষের কাছে। রিগ্যানের বিরুদ্ধে একাধিক মামলা হয় খুলশী থানায়। তবে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।

তবে ইমিগ্রেশনের তথ্য মতে, বাবা-মা ভাইসহ দেশ ছেড়েছেন রিগ্যান। বর্তমানে তাদের অবস্থান দুবাইয়ে।

Link copied!