লকডাউন: কোথাও ঢিলেঢালা, কোথাও চলছে কড়াকড়ি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২১, ০৮:২৭ পিএম

লকডাউন: কোথাও ঢিলেঢালা, কোথাও চলছে কড়াকড়ি

করোনা সংক্রমণ রোধে আরো ১৪ দিনের সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। কঠোর এ বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর কোথাও গেছে কড়াকড়ি আবার কোথাও খুবই ঢিলেঢালা। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচাবাজারগুলোতে মানুষের উপস্থিত দেখা গেছে। অলিগলিতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় ছিলো অনেক বেশি। গত দিনের তুলনায় আজকে রিক্সা ও ব্যাক্তিগত পরিবহন বেশি দেখা গেছে। তবে বিধি-নিষেধ মানাতে নগরীর পথে পথে আগের মতোই আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা রয়েছে। পুলিশের তল্লাশি পেরিয়েই বাইরে বের হতে হচ্ছে সবাইকে।

মিরপুর, কলেজগেট, পান্থপথ, ফার্মগেট, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা ও ধানমন্ডী সহ শহরের বিভিন্ন পয়েন্টে ছিলো পুলিশের কড়া নিরাপত্তা। কোন যানবাহনই জিগাসার বাইরে ছাড়া হচ্ছে না। এছাড়া হাতিরঝিল, গুলশান, উত্তরা, শাহাবাগ সহ বেশ কিছু পয়েন্টে সেনাবাহিনিকে টহল দিতে দেখা গেছে।

কঠোর এ বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, লকডাউনের বিধিনিষেধ পালন না করায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় ডিএমপি। অন্যদিকে ডিএমপির ট্রাফিক কতৃক ৪৪১টি গাড়িকে ১০ লক্ষ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীর অনেক সড়ক ও অলিগলিতে দেখা গেছে মানুষের ভিড়। যাত্রাবাড়ী-সায়েদাবাদ সড়কে সিএনজি-প্রাইভেটকার চলাচল করলেও কোনো প্রশ্নের মুখে পড়তে হয়নি। শনির আখড়া-কাজলা সড়কে চেকপোস্টের কারণে গাড়ির চাপ কিছুটা কম দেখা গেছে। কিন্তু রিকশার চাপে কিছু কিছু জায়গায় জটলা বেঁধে যানজট সৃষ্টি হয়েছে। অনেকে ভ্যানযোগেও যাত্রা করছেন। মাঝে মাঝে বাইক-সিএনজি এলেও নানা অজুহাতে তারা যেতে পারছেন। কাজলা থেকে যাত্রাবাড়ী নিচের সড়ক ভাঙা থাকায় যানজট লক্ষ্য করা গেছে।

Link copied!