ভিডিও রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৬:৫০ পিএম

ভিডিও রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

ইনস্টাগ্রামে আপলোড করবেন বলে রেললাইনে দাঁড়িয়ে ভিডিও রিল বানাচ্ছিলেন দুই বন্ধু। হঠাৎই কাছে চলে এলো ট্রেন। সরে যাওয়ার সুযোগও হলো না। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুজনের। রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে রেলপুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিল্লির কান্তিনগর উড়ালপুলের কাছে সহদরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন- বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র বংশ শর্মা (২৩) এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া মনু (২০)। পড়াশোনার পাশাপাশি সেলসম্যানেরও কাজ করতেন তিনি। দুজনের বাড়ি কান্তিনগর এক্সটেনশনে। 

পুলিশ জানায়, চলন্ত ট্রেনের সামনে ভিডিও বানাতে বুধবার বিকেলে কান্তিনগর উড়ালপুলের নিচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। একটি ট্রেন দুরন্ত গতিতে ছুটে আসছিল। তখন দুই বন্ধু রেললাইনের পাশে দাঁড়িয়ে রিল বানানো শুরু করেন। কিন্তু ট্রেনটি দ্রুত কাছে চলে আসায় আর সরতে পারেননি তাঁরা। ট্রেনের ধাক্কায় দুজনেই ছিটকে পড়েন।

ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একটি ফোন ভেঙে গিয়েছে।

ফোন চেক করে দেখা যায়, বংশের দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল। একটিতে নিজেকে ভিডিও ক্রিয়েটর পরিচয় দিয়েছেন। অন্যটিতে রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন।

পুলিশ জানায়, বংশের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ভিডিওর সবকটিই রেললাইনে তোলা এবং ট্রেনের সামনে। একটা ভিডিও দেখা যায়, দুজনে ট্রেন থেকে ঝাঁপ মারছেন, আরেকটায় দেখা যায় রেললাইন ধরে ছুটছেন।

Link copied!