মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২১, ০৯:৩৯ পিএম

মগবাজারে ভবনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭
https://www.youtube.com/watch?v=tmpOU8VXRwI

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ২৩ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ভবনের বর্তমান অবস্থা দেখতে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে ২-৩ জনের অবস্থা একটু গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠাবো। তবে কোন ব্যবস্থাপনার অধীনে দেয়ার আগ পর্যন্ত তারা এখানেই চিকিৎসা নেবেন।

তিনি আরও জানান, আহত অধিকাংশরাই 'বার্ন' হয়েছে। এ ছাড়াও প্রচণ্ড আঘাতে ভেঙ্গে গেছে, আঘাতে ছিড়ে গেছে বা অল্প কেটে গেছে এমন অনেকে ভর্তি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আহত রোগীদের স্বজনেরা
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আহত রোগীদের স্বজনদের ভিড়। ছবি: দ্য রিপোর্ট

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজে তিনটি লাশ এসেছে জানালেও ফায়ার সার্ভিস বিভাগ জানায়, মারা গেছেন ৬ জন।

এদিকে ভবনে বিস্ফোরণের ঘটনায় যাত্রীবাহী দুইটি বাস প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র বিস্ফোরণে রাস্তার অপর পাশে থাকা আড়ং ভবনের সামনে কাচ চূর্নবিচুর্ণ হয়ে গেছে।

বিস্ফোরণ হওয়া ভবনটিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে দেখা যায়, ভবনটির অধিকাংম পিলার ভেঙ্গে গেছে। ধসে পড়েছে ছাদসহ বেশ কিছু অংশ। রাস্তায় ছড়িয়ে রয়েছে গাড়ির কাঁচ। ভবনটি ধসে পড়ারও ঝুঁকি রয়েছে বলে মনে করা হচ্ছে। বেশ সাবধনতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম জানান, এই ভবনে থাকা 'শর্মা হাউজ'-এর থেকে বিস্ফোরণের সূত্রপাত। ফায়ার সার্ভিস ধারণা পোষণ করে বলে, খুব সম্ভবত শর্মা হাউজে কোন গ্যাস লিক থেকে এর ভেতরে গ্যাস জমা হতে থাকে। সেখান থেকেই বিস্ফোরণ হয়। এ ঘটনায় এই তিন তলা ভবনের আশপাশে আরও ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে রাস্তায় থাকা দুটি বাসও ছারখার হয়ে যায় নিমিষে।

Link copied!