মগবাজারে ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ১২:৫৯ পিএম

মগবাজারে ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে একটি ওষুধের দোকানে সামনে থাকা একটি ‘ময়লার ড্রামে’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন-প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ডিপিডিসির শ্রমিক মো. তারেক (২০), মো. শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, তার বাসা সবুজবাগের বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন। অফিসের উদ্দেশ্যে সকালে বাসা থেকে বাসে করে মগবাজার ওয়্যারলেস গেটে যান। ওয়ারলেস গেট উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তার শরীর থেকে রক্ত ঝরতে দেখেন। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা তিনি জানাতে পারেননি।

ওসি আবুল হাসান বলেন, ‘মগবাজার ওয়্যারলেস মোড়ে একটি ওষুধের দোকানে সামনে থাকা ময়লার ড্রাম বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। ওই ড্রামের ভেতরে কী ছিল সেটা জানার চেষ্টা করছে পুলিশ।’

Link copied!