মাহবুব তালুকদার নিজেই মানসিক রোগে আক্রান্ত: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২১, ০৩:০৪ এএম

মাহবুব তালুকদার নিজেই মানসিক রোগে আক্রান্ত: ওবায়দুল কাদের

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশন না, বরং মাহবুব তালুকদার নিজেই ‘মানসিক রোগে আক্রান্ত’।

সোমবার (১১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তরের ২৯ নং ইউনিট সম্মেলনে বক্তব‌্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘অবাক লাগে, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় ইসি নয়- তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যাই হচ্ছেন তিনি নিজেই।’

উল্লেখ্য, রবিবার (১০ অক্টোবর) মাহবুব তালুকদার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন এখন কিছু জটিল রোগে আক্রান্ত এবং এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে গণতন্ত্রের অবস্থা এখন সংকটজনক পর্যায়ে রয়েছে।

আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, চিহ্নিত ভয়ঙ্কর ও মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, এবং ভূমি দখলকারীদের মতো কোনো বিতর্কিত ও দুষ্কর্মকারীদের দলে প্রবেশ করতে দেবেন না।

এছাড়া মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খারাপ লোকদের তাদের নিজ নিজ দলকে শক্তিশালী করার সুযোগ দিবেন না। কারণ বিপদের দিনে তাদের পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, ‘ বিপদের দিনে কেবলমাত্র বিশ্বাসী এবং নিবেদিত কর্মী পাওয়া যায়।’

‘আজকে যারা সমালোচনা করছে আমরা তাদের অন্ধ সমালোচনা ও অপপ্রচারের জবাব দেবো আমাদের উন্নয়ণ অর্জন দিয়ে। তোমরা সমালোচনা করো, আমরা কাজ দিয়ে জবাব দেবো। আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করে উপযুক্ত জবাব দেবো। মানুষকে খুশি করে আমরা জবাব দেবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ সভাপতি সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্বে করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সলিমউল্লাহ সলু। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

Link copied!