মুক্তিযুদ্ধবিষয়ক সচিবকে ওএসডি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২৩, ১১:৫০ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক সচিবকে ওএসডি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার ( ১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

খাজা মিয়া পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটি পথসভা ও মতবিনিময় সভা করেছিলেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এসব সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য কবিরুল হকের (মুক্তি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সমালোচনা করেছিলেন বলেও গণমাধ্যমের খবরে বলা হয়। এ নিয়ে আলোচনার মধ্যেই তাঁকে ওএসডি করা হলো।

খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খাজা মিয়া ১৯৯১ সালে চাকরিতে যোগ দেন। ২০২১ সালের ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর গত ১ জুন জ্যেষ্ঠ সচিব হন তিনি।

Link copied!