মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের ৮ জনই খালাস

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২২, ০২:৫৮ এএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের ৮ জনই খালাস

এক যুগের বেশি সময় আগে নোয়াখালীতে ডাকাতির সময় ব্যবসায়ী ও দোকান কর্মচারীকে খুনের ঘটনায় করা মামলায় মত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড বহাল এবং এক আসামির মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের সাজা দিয়েছেন হাইকোর্ট। অপর আটজনকে খালাস দেওয়া হয়েছে।

বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩ জানুয়ারি) এ রায় দেন।

আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

ডাকাতির সময় খুনের ওই ঘটনায় করা মামলায় ২০১৬ সালের ২৩ মার্চ নোয়াখালীর আদালত ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন। এই রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল ও আপিল করেন। এসবের ওপর শুনানি নিয়ে রায় দেন আদালত।

Link copied!