মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদী মা যুবককে লাঠিপেঠা করলেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২২, ১১:৫৬ এএম

মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদী মা যুবককে লাঠিপেঠা করলেন

মেহেরপুরে মেয়েকে উত্ত্যক্ত করায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়েছেন এক মা। এ ঘটনায় একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরে। প্রতিবাদ কারী ওই মা বলেছেন, আমার মেয়েকে সে বারবার উত্ত্যক্ত করে আসছিলেন। তাকে নিষেধ করার পরেও শোনেনি। তাই তাকে প্রকাশ্যে লাঠি পেটা করে প্রতিবাদ জানিয়েছি।

শুক্রবার (২৭ মে) বিকেলের দিকে মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে এ লাঠি পেটার ঘটনা ঘটে। এরপর শনিবার থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সোহেল নামে ওই যুবককে পেটাচ্ছেন এক নারী।

মারধরের শিকার যুবক স্থানীয় একটি ক্যাবল অপারেটরের নিজস্ব চ্যানেলে মডেলিং-এ জড়িত। মেয়েটিও সেখানে মডেলিং করতেন বলে তার দাবি। ওই মেয়ে তার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেন এই যুবক।

Link copied!