বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ৩৪ লাখ টাকা টোল আদায়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০৪:৩৭ পিএম

বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ৩৪ লাখ টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে এ পর্যন্ত এক দিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ সেতুতে ৩ কোটি ৩৪ লাখ টাকারও বেশি টোল আদায় করা হয়। শুক্রবার (৭ জুলাই) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ঈদ-উল ফিতরের সময় এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা।

প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, একদিনে মোট ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু দিয়ে পারাপার হয়েছে। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ১১৩টি যানবাহন থেকে টোল আদায় হয় ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৮ হাজার ৪৮২টি গাড়ি থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে এক দিনে এটাই সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ টোল এসেছিল গত ২৯ এপ্রিল ঈদ-উল ফিতরের দুই দিন আগে। 

Link copied!