রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আকাশ (২২)। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ধোলাইপাড় কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
এসআই মাসুদুল হক জানান, ভোরে কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় আহত রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আকাশ। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আকাশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকেন। বাবার নাম শামসুদ্দিন মজনু।